এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জন্ম নিবন্ধন, বাংলাদেশি পাসপোর্ট, কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশেনের ছাড়পত্র এসব আগেই পেয়েছিলেন সামিত সোম। বাংলাদেশের জার্সিতে জামাল ভুঁইয়া-হামজা চৌধুরীদের সঙ্গে মাঠে নামতে বাকি ছিল শুধু বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমোদনের। এবার ফিফার প্লেয়ার্স স্ট্যাস্টাস কমিটির অনুমোদনও পেলেন সামিত। ফলে বাংলাদেশের জার্সিতে খেলতে আর কোনো বাধা থাকল না এই মিডফিল্ডারের।
গত ২০ এপ্রিল জন্ম নিবন্ধনের কাগজ হাতে পান সামিত। ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পান। এরপর ৫ মে বাংলাদেশের পাসপোর্টও পেয়েও যান ২৭ বর্ষী তারকা। এবার পেলেন ফিফার অনুমোদন। আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে অভিষেক হওয়ার অপেক্ষা সামিতের।
বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বিষয়টি জানিয়েছেন। বলেছেন, ‘সামিতের পাসপোর্ট হাতে পেয়েই আমরা ফিফায় আবেদন করেছিলাম। আজ একটু আগে ফিফা ফিরতি মেইলে জানিয়েছে, তার বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা নেই। তারা সব ছাড়পত্র দিয়ে দিয়েছে। আশা করি, ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে সে খেলবে।’
বাংলাদেশি বাবা-মায়ের সন্তান সামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ২৭ বর্ষী এই মিডফিল্ডার ২০২০ সালে কানাডার জাতীয় দলের হয়ে ২টি ম্যাচও খেলেছেন। লম্বা সময় আন্তর্জাতিক ফুটবল না খেলা সামিত ক্লাব ফুটবলে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলেন।
আগামী ১০ জুন এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ছাড়পত্র পাওয়ার সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে চলেছে তার।








