চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ওয়েব সিরিজে সালমান শাহ্‌র জীবনী: অপূর্ব বলছেন ‘শুধুই ফিকশন’

গুঞ্জন ছিল প্রয়াত সুপারস্টার সালমান শাহ্‌র জীবনের কিছু অংশ নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। মুক্তির পর সেই গুঞ্জন সত্যি হলো!

হইচই অ্যাপে মুক্তির পর যারা সিরিজটি দেখেছেন তারা জানাচ্ছেন, এই সিরিজটি সালমান শাহ্ এর‌ জীবনের বিভিন্ন ঘটনা থেকে নির্মিত। মুক্তির পর দর্শক পরিষ্কারভাবে প্রতিক্রিয়ায় লিখছেন, এটি সালমান শাহ্‌র জীবনী! তবে এতে এএসপি গোলাম মামুন চরিত্রে দুর্দান্ত অভিনয় করা অপূর্ব বলছেন, ‘এটি শুধুই ফিকশন।’

হইচই থেকে প্রচার করা হচ্ছে, রহস্যজনকভাবে ৯০ দশকের একজন সুপারস্টার ও স্টাইল আইকন মারা যান। সেই মৃত্যু রহস্য উন্মোচন করবেন অপূর্ব। সালমান শাহর মৃত্যু রহস্য কিনা সেই বিষয়ে পরিষ্কার করেনি কর্তৃপক্ষ। গল্পে দেখানো হয়েছে, সেই সুপারস্টার নায়কের ভক্ত হলেন অপূর্ব।

শনিবার রাতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, মাত্র দুদিন হলো এটি রিলিজ হয়েছে। দর্শকদের ভালো রেসপন্সের আভাস পাচ্ছি। ক্রিটিকস ও আমার সহকর্মীদের কাছ থেকেও ভালো রেসপন্স পাচ্ছি। আলহামদুলিল্লাহ্‌।

‘বুকের মধ্যে আগুন’ স্ট্রিমিংয়ের আগে গত ৫ ফেব্রুয়ারি সালমান শাহর পরিবারের তরফ থেকে এর নির্মাতা তানিম রহমান অংশুকে আইনি নোটিশ পাঠিয়েছেন সালমানের মামা আলমগীর কুমকুম। নোটিশে দাবি করা হয়েছে, সংবাদ মাধ্যমের কল্যাণে তারা জেনেছেন এটি সালমান শাহকে নিয়ে নির্মাণ করা হয়েছে। মুক্তি বন্ধ না করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে অপূর্বর বলেন, এটি একটি ফিকশন হিসেবে পরিচালক তুলে ধরেছে। যদি ওনাকে (সালমান শাহ্‌) নিয়ে তৈরি হতো তাহলে ‘বেইজড অন অ্যা ট্রু স্টোরি’ (সত্য ঘটনা অবলম্বনে নির্মিত) উল্লেখ থাকতো। গল্পে কোথাও তা উল্লেখ নাই। তাই এটি শুধুই ফিকশন হিসেবে কাউন্ট করা উচিত।

যদি সালমান শাহ্‌র পরিবার থেকে সত্যি সত্যি মামলা করা হয়? জানতে চাইলে অপূর্ব বলেন, যদির কথা নদীতে থাক। এসব নিয়ে আর কথা না বলি।

২৭ বছর আগে সালমান শাহ্‌ মারা গেলেও আজও কোটি বাঙালির কাছে আবেগ হয়ে আছেন। তার মৃত্যুর পর পত্রপত্রিকার কল্যাণে মানুষ যা জেনেছেন ‘বুকের মধ্যে আগুন’ দেখে অনেকাংশে মিল পাওয়া গেছে। এতে দেখা গেছে, সালমান শাহ যা যা করতেন ঠিক তেমনভাবে ‘বুকের মধ্যে আগুন’-এর আরমান চরিত্রে অভিনয়ের চেষ্টা করেছেন ইয়াশ রোহান।

সালমান শাহ্‌র মতো স্টাইল, স্টারডম সবকিছুতে মিল! অমীমাংসিত মৃত্যু রহস্য উঠে এলেও সিরিজটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তাই এটি দেখে এ প্রজন্মের দর্শকরাও স্পষ্ট হলেন, গল্পটি আসলে সালমান শাহর জীবন থেকেই নেওয়া!

সালমান এর আদলে সিরিজে যেমন আরমান চরিত্রে আছেন ইয়াশ রোহান, তেমনি তার স্ত্রীর (সামিরা)-এর মতো অবিকল দেখা গেছে তমা মির্জাকে।

মা নীলা চৌধুরীর মতো লেগেছে তানিয়া আহমেদকে, রাজনীতিবীদ হুসেইন মোহাম্মদ এরশাদের গেটআপে তৌকীর আহমেদ, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের অবয়বে তারিক আনাম খানের মিল পেয়েছেন দর্শক।

সেই সঙ্গে শাহানাজ সুমি অভিনয় করেছেন শবনম চরিত্রে, অনেকেই বলছেন তার চরিত্রটি শাবনূরের! গল্পে দেখা যায়, ইয়াশ রোহানের সঙ্গে নায়িকা শবনমের গোপন প্রেম ও অবৈধ সম্পর্ক ছিল। যা সেই সময় অনেকেই জানতো! মোটামুটি সালমান শাহ কেন্দ্রিক তৎকালীন সব চরিত্রকেই ‘বুকের মধ্যে আগুন’-এ পর্দায় দেখা গেছে। যেটি দেখে ৯০ দশকের দর্শক-নির্মাতা-শিল্পী-সাংবাদিকরা হুবহু মিল খুঁজে পাচ্ছেন সালমান শাহের জীবনের গল্পের সঙ্গে।

Labaid
BSH
Bellow Post-Green View