
আইফা রকসে অংশ নিতে আবুধাবি গিয়েছেন সালমান। অনুষ্ঠানের গ্রিন কার্পেটে অভিনেতা মুখোমুখি হন সাংবাদিকদের। সেখানেই সাংবাদিক ও উপস্থাপিকা অ্যালেনা খালিফে সালমানকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। জানান, সুদূর হলিউড থেকে সালমানকে বিয়ের প্রস্তাব দিতে এসেছেন তিনি।
সালমানকে সেই নারী বলেন, ‘আমি হলিউড থেকে এসেছি শুধু এই প্রশ্নটি করার জন্য…আমি যখন আপনাকে দেখেছি, আপনার প্রেমে পড়েছি’। এরপর সালমান তাঁকে রসিকতা করে প্রশ্ন করেন, ‘আপনি শাহরুখ খানের কথা বলছেন, ঠিক না? উত্তরে সেই নারী বলেন, ‘আমি সালমান খানের কথা বলছি। বলুন সালমান খান, আপনি আমাকে বিয়ে করবেন?’
অভিনেতা উত্তরে বলেন, ‘আমার বিয়ের দিন শেষ। আরও ২০ বছর আগে আমার সাথে আপনার দেখা করা উচিত ছিল।’
সালমানের এমন মন্তব্যে অবশ্য মন খারাপ করেছেন অনেক ভক্তই। সালমানের বিয়ের আশায় দিন গুনছেন যেই ভক্তরা, তারা হতাশ হয়েছেন। কেউ কেউ আবার বলছেন, ‘সালমানকে বিয়ে করতে চাওয়া নারীদের লাইন অনেক লম্বা’। আরেক ভক্ত লিখেছেন, ‘সালমান এখনও কত হ্যান্ডসাম’।

আইফা রকসে সালমান ছাড়াও গিয়েছেন ভিকি কৌশল, নোরা ফাতেহি ও অভিষেক বচ্চন।
সালমানকে সর্বশেষ দেখা গেছে ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবিতে। ছবিটি ২১ এপ্রিল মুক্তি পেয়েছে। এরপর অভিনেতাকে দেখা যাবে ‘টাইগার থ্রি’ ছবিতে। ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ।
View this post on Instagram
সূত্র: হিন্দুস্তান টাইমস