রবিবার বিয়ের পিড়িতে বসেছেন সালমান খানের ভাই আরবাজ খান। ভাইয়ের বিয়েতে নিজের গানে নেচে বিয়ের আসর মাতালেন সালমান খান। সেই ভিডিও এখন সামাজিক মাধ্যমের ট্রেন্ডিং-এ।
ভিডিওতে দেখা গেছে সালমান খান ল্যাভেন্ডার-ব্লু রঙের পাঠানি স্যুট পরেছেন। অভিনেতাকে ‘তেরা মাস্ত মাস্ত দো ন্যায়ন’, ‘দিল দিয়া গাল্লা’ এবং ‘জাগ ঘুমেয়া’ গানের তালে নাচতে দেখা গেছে। তার সাথে নেচেছেন আরবাজ-মালাইকার ছেলে আরহাম খান। এসময়ে আরবাজ ও শুরাও তাল মিলিয়েছেন।
আরেকটি ভিডিওতে দেখা গেছে ছেলে আরবাজ খান তার ছেলের সঙ্গে গান গাইছেন। বাবা-ছেলের গান শুনে হাত তালি দিতে দেখা গেছে শুরা খানকে।
বিয়েতে উপস্থিত ছিলেন সেলিম খান, সুশীলা খান। এছাড়াও রাবিনা ট্যান্ডন ও তার মেয়ে রাশা, রিদ্ধিমা পণ্ডিত, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ছিলেন আরবাজ-শুরার বিয়েতে।
‘পাটনা শুক্লা’ সিনেমায় কাজ করার সময়েই ঘনিষ্ঠতা বেড়েছে আরবাজ ও শুরার। এর আগে ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে ছিলেন আরবাজ।
১৯৯৮ সালে মালাইকা আরোরার সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরবাজ। ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাদের। মালাইকা অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান।
View this post on Instagram
সূত্র: হিন্দুস্তান টাইমস








