
যশরাজ ফিল্মসের প্রতিষ্ঠা বার্ষিকী ও যশ চোপড়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে কদিন আগেই প্রকাশ্যে এসেছে অ্যাকশনে ভরপুর সালমান খানের আসন্ন সিনেমা ‘টাইগার থ্রি’র টিজার। যার পর থেকেই আসন্ন নিয়ে এই সিনেমা নিয়ে সালমান ভক্তদের মাঝে সৃষ্টি হয়েছে অন্যরকম এক উম্মাদনা। সেই উন্মাদনার মাঝেই এবার জানা গেল চলতি মাসেই মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত এই সিনেমার ট্রেলার।
বুধবার (৪ অক্টোবর) যশরাজ ফিল্মসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ঘোষণা এসেছে, আসছে ১৬ অক্টোবর প্রকাশ্যে আসবে ‘টাইগার থ্রি’র ট্রেলার। যেটি টিজারের চেয়েও আরও বড় চমক নিয়ে হাজির হবে। আসছে দীপাবলিতে হিন্দি, তামিল ও তেলুগু ভাষাতে মুক্তি পাবে এই ছবি।
এই ঘোষণা আসতেই রীতিমত উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে সালমান ভক্ত-অনুরাগীদের মাঝে। ভক্তদের অনেকেই এই উত্তেজনা ধরে রাখতে না পেরে টুইট ও করেছেন। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, “দ্য বিগ ড্যাডি অফ স্পাই ইউনিভার্স”। অন্য একজন লিখেছেন, “ভাই ইজ ব্যাক #টাইগার থ্রি”। আরেকজন ভক্ত বলেছেন, “ব্লকবাস্টার মুভি নিয়ে টাইগার ফিরে এসেছে।”
যশরাজ ফিল্মসের ‘টাইগার থ্রি’ সিনেমার প্রথমটি ছিল ‘এক থা টাইগার’। এ ছবির পরের সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। দুটি ছবিতেই নায়ক-নায়িকার চরিত্রে দর্শক দেখতে পান সালমান খান আর ক্যাটরিনা জুটিকে। ‘টাইগার ৩’ ছবিতে সেই রসায়নকেই আরও একবার পর্দায় তুলে ধরা হয়েছে।

‘টাইগার থ্রি’ পরিচালনা করেছেন মনিশ শর্মা। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে সালমান ক্যাটরিনা ছাড়াও আছেন, ইমরান হাশমি, রিভাথি, রণবীর সুরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা সহ অনেকে। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।
সূত্র: পিঙ্কভিলা
বিজ্ঞাপন