যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ফের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, একই মামলায় সাবেক মাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর যাত্রাবাড়ী থানার ইমন হোসেন গাজী হত্যা মামলায় দীপু মনি, পলক, ইনু ও রাশেদকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন উপপরিদর্শক মো. মাহাবুল ইসলাম। শুনানি শেষে আদালত এ মামলায় তাদের প্রত্যেকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।








