বাবা দিবস উপলক্ষে আরবাজ খান বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেলিম খানের ছবি, এবং পারিবারিক কয়েকটি ছবির মাঝে একটিতে দেখা মিললো সালমান খানেরও। খুদে সালমানকে খুঁজে পেয়েছেন ছবিতে?
ছবিতে বাম পাশে সেলিম খানের সঙ্গে দেখা গেছে সালমানকে। সাদা প্রিন্টেড টিশার্টের সাথে কালো হাফ প্যান্টে সালমানকে দারুণ আদুরে দেখাচ্ছে ছবিটিতে।
ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে আরবাজ খান লিখেছেন, ‘ড্যাডি’। অদেখা এই ছবিগুলো দেখে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স।
এক ভক্ত লিখেছেন, ‘এই সময়েও পুরো পরিবার একসঙ্গে থাকা অনেক বড় বিষয়।’ আরেক ভক্ত লিখেছেন, ‘সেলিম খান স্যার খুব নিরহংকারী ও ভালো মানুষ।’
সালমান ও তার পরিবার একসঙ্গে মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন। ২০২০ সালে এক সাক্ষাতকারে অভিনেতা বলেছিলেন, ‘বড়, বিলাসবহুল বাংলোতে থাকার বদলে আমি আমি বান্দ্রার ফ্ল্যাটে থাকতেই বেশি ভালোবাসি, কারণ আমার বাবা-মা সেখানে থাকেন।’
সূত্র: হিন্দুস্তান টাইমস








