চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৩তম জন্মবার্ষিকী

রবীন্দ্রোত্তর কালের শ্রেষ্ঠ নাট্যকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ব বিভাগের প্রতিষ্ঠাতা নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৩তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার।

আধুনিক বাংলা নাটকে স্বকীয় রীতির প্রবক্তা এই প্রাজ্ঞ নাট্যতাত্ত্বিকের জন্মলগ্নকাল উদযাপন উপলক্ষে পুষ্প অভিযাত্রা, মাস্টার ক্লাস ও নাট্যোৎসবের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।

দিনের শুরুতে (১৮ আগস্ট) সকাল দশটায় শুরু হবে পুষ্প অভিযাত্রা ও দুপর ১২ টায় অনুষ্ঠিত হবে মাস্টার ক্লাস।

উল্লেখ্য, ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ স্লোগানকে ধারণ করে মহান এই নাট্যাচার্যের জন্মবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।

জয়ন্তীর প্রথমদিনে সন্ধ্যা ৭টায় জহির রায়হান মিলনায়তনে ‘প্রাচ্য’ নাটক মঞ্চয়িত হবে। দ্বিতীয় দিনে ‘কিত্তনখোলা’ তৃতীয় দিনে ‘বনপাংশুল’ চতুর্থ দিনে ‘কেরামতমঙ্গল’ ও পঞ্চম দিনে ‘পুত্র’ নাটক মঞ্চায়িত হবে।