প্যারিস অলিম্পিকের অষ্টম দিনে সেইলিং উইন্ডসার্ফিংয়ে মেয়েদের ইভেন্টে সোনা জিতেছেন ইতালির মার্তা মাগেত্তি। দেশটির ষষ্ঠ সোনা এটি, সবমিলিয়ে ১৮তম পদক। ছেলেদের ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে ইসরায়েলকে প্রথম স্বর্ণ পদক এনে দিয়েছেন টম রিউভেনি।
মেয়েদের সেইলিংয়ে উইন্ডসার্ফিংয়ে রৌপ্য জিতেছেন ইসরায়েলের শ্যারন কান্টোর। ব্রোঞ্জ পেয়েছেন গ্রেট ব্রিটেনের এমা উইলসন। টোকিও অলিম্পিকেও ব্রোঞ্জ জিতেছিলেন বিট্রিশ অ্যাথলেট।
ছেলেদের ইভেন্টে রৌপ্য জিতেছেন অস্ট্রেলিয়ার গ্রায়ে মরিস। ব্রোঞ্জ পেয়েছেন নেদারল্যান্ডসের লুক ফন ওপজিল্যান্ড।







