গেল বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে এক দুষ্কীতিকারীর ছুরিকাঘাতে রক্তাক্ত হন সাইফ আলী খান। সেই ভোর রাতে দ্রুত হাসপাতাল যাওয়ার প্রয়োজন মেটায় এক মামুলি অটোচালক! দ্রুতই তাকে হাসপাতালে পৌঁছে দেন তিনি।
ঠিক সময়ে সাইফকে হাসপাতালে পৌঁছে দিয়ে পর দিন থেকেই আলোচনায় সেই অটোচালক। ভারতীয় সংবাদমাধ্যমগুলোও তার সাক্ষাৎকার প্রকাশ করে। কী করে তিনি সাইফকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন, সেসব নিয়েও কথা বলেন। সাইফের বাড়ির হদিসও জানতেন না তিনি, ভাগ্যচক্রে ভোর রাতে সাইফের এমন প্রয়োজনীয় সময়ে ত্রাতা হয়ে আসেন অটোচালক।
তার নাম ভজন সিং রানা। সাইফও অটোচালকের এমন সহায়তা ভুলেননি। তাইতো মঙ্গলবার হাসপাতাল ছাড়ার আগেই দেখা করেন সেই অটোচালকের সাথে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগেই ভজনের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ধন্যবাদ জানান সাইফ আলী। এক্স-এ ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে সাইফ ও অটোচালক ভজন একসঙ্গে ছবি তুলছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে সাইফ ভজনকে জড়িয়ে ধরে হাসপাতালের বিছানায় বসে হাসছেন। অন্যটিতে তাদের একসাথে দাঁড়িয়ে ক্যামেরার জন্য পোজ দিতে দেখা গেছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু সাইফ নয়, সাইফের মা শর্মিলা ঠাকুরসহ পরিবারের অন্যদের সাথেও দেখা করেন ভজন সিং। সবাই তাকে ওই রাতে দ্রুত সাইফকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানান।
তবে সাইফ-কারিনার পক্ষ থেকে ভজন কোনওরকম আর্থিক পুরস্কার পেয়েছেন কিনা তা প্রকাশ করেননি।








