চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ দলে দুই নতুন মুখ

আসছে ২০ মার্চ ঢাকায় শুরু হতে চলা অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। শনিবার বাফুফে ভবনে হওয়া সংবাদ সম্মেলনে ২০ সদস্যের দল জানানো হয়।

লাল-সবুজের দলের অধিনায়কত্ব করবেন ডিফেন্ডার রুমা আক্তার। সহ-অধিনায়ক থাকছেন আরেক ডিফেন্ডার জয়নব বিবি রিতা।

Bkash July

বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানি ছোটন সাংবাদিকদের জানান, প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন স্ট্রাইকার মোসাম্মত সাগরিকা ও ডিফেন্ডার নাদিয়া আক্তার জুতি। এফসি ব্রাহ্মণবাড়িয়ার হয়ে খেলেন সাগরিকা। সিরাজ স্মৃতি সংসদের হয়ে খেলা নাদিয়া বাফুফের ক্যাম্পে রয়েছেন।

স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে অতিথি হিসেবে খেলতে আসছে রাশিয়া। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় থাকছে উয়েফা। সংস্থাটির চাওয়া অনুযায়ী রাশিয়া সাফে খেলবে। লিগভিত্তিক আসরে পয়েন্ট টেবিলের সেরা দল হবে চ্যাম্পিয়ন।

Reneta June

ফিফা  র‌্যাংকিংয়ে ২৬তম স্থানে আছে রাশিয়া। বাংলাদেশের অবস্থান ১৪০তম। দল দুটির শক্তির বিচারে বিস্তর ব্যবধান থাকলেও বয়সভিত্তিক আসরে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে গিয়ে বাংলাদেশের শিরোপা জয়ের লক্ষ্যের কথাই বলেছেন ছোটন। জানালেন, রাশিয়ার সাথে খেলার কথা ভেবে তার দলের মেয়েরা রোমাঞ্চিত।

বাংলাদেশ দল
গোলরক্ষক: সঙ্গীতা রানি দাস ও মাহলাথুই মারমা।

ডিফেন্ডার: কানম আক্তার, জয়নব বিবি রিতা (সহ-অধিনায়ক), অর্পিতা বিশ্বাস অর্পিতা, রুমা আক্তার (অধিনায়ক), রিতু আক্তার, অনন্যা মুরমু বীথি ও নাদিয়া আক্তার জুতি।

মিডফিল্ডার: মুনকি আক্তার, ঐশী খাতুন, নুসরাত জাহান মিতু, পূজা দাস, মুন্নি ও কানন রানি বাহাদুর।

স্ট্রাইকার: থুইনুই মারমা, তৃষ্ণা রানি, মোসাম্মত সাগরিকা, সুলতানা আক্তার ও সুরভী আকন্দ প্রীতি।

Labaid
BSH
Bellow Post-Green View