এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্রথমবার সাফ ফুটসালে অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাংলাদেশ। ব্যাংককে মেয়েদের আসরে শিরোপা জয়ের পথে লাল-সবুজদের সামনে অন্যরকম চ্যালেঞ্জ ছিল, জানালেন কৃষ্ণারাণী সরকার। বললেন, ‘এখানে চ্যালেঞ্জটা অন্যরকম, ফুটবল আর ফুটসাল তো এক না।’
শিরোপাজয়ী বাংলাদেশ ফুটসাল দল এসেছিল চ্যানেল আই ভবনে। শনিবার বেলা ১১টার দিকে বাফুফের বাসে চ্যাম্পিয়নরা চ্যানেল আই প্রাঙ্গণে পৌঁছান। ফুলেল অভ্যর্থনা ছিল। পরে কৃষ্ণা জানালেন ফুটবল থেকে ফুটসালে সফল হওয়ার গল্প।
বললেন, ‘ভিন্ন তো অবশ্যই। যেমন আমরা প্রথমবার সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছি। এখানে চ্যালেঞ্জটা অন্যরকম। কারণ ফুটবল আর ফুটসাল তো এক না। আমাদের লক্ষ্য ছিল কিন্তু, আমরা কাউকে বলি নাই। দেশ থেকে একটা লক্ষ্য নিয়ে গেছি। যেহেতু সাফে দুবার চ্যাম্পিয়ন হয়েছি। কেমন জানি মনে হয়েছিল কিছু একটা হবে আমাদের দ্বারা। আমাদের পদ্ধতি ছিল কথা কম কাজ বেশি।’
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কৃষ্ণা বললেন, ‘যেহেতু একটা লক্ষ্য আমাদের পূর্ণ হয়েছে, আমরা চাইবো দিন দিন আরও উন্নতি করার জন্য, সামনে যে টুর্নামেন্টগুলো আছে, সেগুলোতে অংশগ্রহণ করে ভালো ফল আনার জন্য।’







