চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শিল্পকলায় পূর্ণিমা তিথির সাধুমেলার আসর

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাউলকুঞ্জ বসছে পূর্ণিমা তিথির ৪৩ তম সাধুমেলা। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন লালন গবেষক সৈয়দ জাহিদ হাসান। আলোচনা পর্বের পর দুটি পর্ব সমাপ্ত হবে অনুষ্ঠানটি। প্রথম পর্বে বিভিন্ন শিরোনামে লালন সংগীত পরিবেশন করবেন রুমা বাউল, উপমা আক্তার বৃষ্টি, সুবর্ণ বাউল, বাউল মিরাজ খ্যাপা এবং পিউ বাউল।

Bkash July

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন জেলার বিশিষ্ট শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হবে ‘দয়াল চাঁদ আসিয়া আমায় পার করে নিবে’ ও ‘মিলন হবে কতো দিনে’ শিরোনামে দলীয় সংগীত।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরো অনুষ্ঠান জুড়ে পর্যায়ক্রমে চলবে একক, দলীয় ও সমেবেত সংগীত। পরিবেশনায় অংশ নিয়ে দর্শক মাতাবে জেলা থেকে আগত জহুরা ফরিরানী (কুষ্টিয়া), ফকির আনুশাহ্ (কুষ্টিয়া), সমীর বাউল (মাগুড়া), শফি মন্ডল (ঢাকা), টুনটুন ফকির (কুষ্টিয়া)। এছাড়াও আয়নাল হক বাউল, বাউল মিতুল, শ্রী কৃষ্ণ বাউল, বাউল লাভলী শেখ, মানিক বাউল। সমবেত সংগীতে অংশ নিয়ে অনুষ্ঠান মুখরিত করবেন করিম বাউল, সিদ্দিকুর রহমান, মিতু মন্ডল, শামীম বাউল, ইভা বাউল, ফারুক নরী এবং লিনা খাতুন প্রমুখ।

Reneta June

যন্ত্রশিল্পে দোতরায় আনন্দ, বাঁশিতে সোহাগ, তবলায় সুমন, বাংলা ঢোল এ শহিদ, পারকাশনে সোহেল, এবং জিপসীতে থাকবেন হোসেন চাল্লি। প্রধান সমন্বয়কারী হিসেবে থাকবেন মুহাম্মদ আনিসুর রহমান প্রোগ্রাম অফিসার। সহযোগিতায় থাকবেন মো. আবদুল মজিদ এবং প্রধান খাদেমের দ্বায়িত্ব পালন করবেন খ্যাপা বিদ্যুৎ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করবেন আব্দুল্লাহ বিপ্লব।

ISCREEN
BSH
Bellow Post-Green View