
রমজানে গুরুত্বপূর্ণ ইবাদতসমূহের একটি হচ্ছে সদকাতুল ফিতর আদায় করা। সাধারণত ঈদুল ফিতরের দিন ঈদ জামাতের আগেই আদায় করা সদকাকেই ‘সদকাতুল ফিতর’ বলা হয়। একে যাকাতুল ফিতরও বলা হয়ে থাকে। ইসলামী শরিয়াহ অনুযায়ী, সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব।
সদকাতুল ফিতর কার ওপর ওয়াজিব
সদকাতুল ফিতরের নিসাব যাকাতের নিসাবের সমপরিমাণ। অর্থাৎ কারো কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ কিংবা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য অথবা তার সমমূল্যের নগদ অর্থ কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সম্পদ ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় বিদ্যমান থাকলে তার ওপর সদকাতুল ফিতর ওয়াজিব হবে। যার ওপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন, তেমনি নিজের অধীনস্থদের পক্ষ থেকেও আদায় করবেন। তবে এতে যাকাতের মত পূর্ণ একবছর অতিক্রম হওয়া শর্ত নয় (ফাতহুল ক্বাদির: ২/২৮১)।
সদকাতুল ফিতর আদায়ের পরিমাণ:
হযরত আবদুল্লাহ ইবনু ওমর (রাদ্বিআল্লাহু আনহু) হতে বর্ণিত, প্রত্যেক গোলাম, স্বাধীন, পুরুষ, নারী, প্রাপ্ত বয়স্ক ও অপ্রাপ্ত বয়স্ক মুসলিমের ওপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাকাতুল ফিতর হিসেবে খেজুর হোক অথবা যব হোক, এক সা’ পরিমাণ আদায় করা ফরজ করেছেন এবং লোকজনের ঈদের সালাতের জন্য বের হবার পূর্বেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন (সহিহ বুখারি হাদিস: ১৫০৪ সহিহ মুসলিম হাদিস:৯৮৪, মুসনাদে আহমাদ হাদিস:৫১৭৪)।
ফিতরা টাকা ও খাদ্যবস্তু উভয় দিয়ে আদায় করা বৈধ। ইসলামিক ফাউন্ডেশনের শরিয়াহ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, সদকাতুল ফিতর তথা ফিতরা গম বা আটা দ্বারা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ১১৫ টাকা প্রদান করতে হবে। যব দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ৩৯৬ টাকা, কিশমিশ দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ১ হাজার ৬৫০ টাকা, খেজুর দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ১ হাজার ৯৮০ টাকা ও পনির দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৬৪০ টাকা ফিতরা প্রদান করতে হবে। যাদের সামর্থ্য বেশি রয়েছে, তাদের উচিত সর্বোচ্চ পরিমাণ ফিতরা আদায় করা।
নেসাব পরিমাণ সম্পদের অধিকারী সকলের ওপর ফিতরা আদায় করা আবশ্যক। এমনকি পবিত্র রমজানের শেষ দিনেও যে নবজাতক জন্মগ্রহণ করেছে কিংবা কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে তার পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করতে হবে (ফাতাওয়া আলমগিরি : ১/১৯২)।
সদকাতুল ফিতর আদায় করার সময়
ঈদগাহে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতর আদায় করা সর্বোত্তম। কেননা এর দ্বারা গরিবেরাও ঈদ আনন্দে ধনীদের মত অংশগ্রহণ করতে পারে। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহু বলেন, সুন্নাত হলো ঈদের নামাযে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করা। (আল-মুজামুল কাবির, হাদিস: ১১২৯৬)।
এছাড়াও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদ্বিআল্লাহু আনহু বর্ণনা করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈদগাহে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিয়েছেন (বুখারি, হাদিস: ১৫০৯)।
তবে কারো যদি কোনও কারণবশত ঈদের নামাজে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করা সম্ভব না হয়, তাহলে পরে আদায় করে নিতে পারবে। তাই আমাদের সামর্থ্যবানদের উচিত, গরিবদেরকে যথাযথভাবে সদকাতুল ফিতর আদায় করে দেওয়া। যাতে তারাও আমাদের সাথে সমানভাবে ঈদ আনন্দ উদযাপন করতে পারে।