এই খবরটি পডকাস্টে শুনুনঃ
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে নেমে আইপিএল ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটারের রেকর্ড গড়েছিলেন বৈভব সূর্যবংশী। ২০ বলে ৩৪ রান করে ঝলক দেখান সেদিন। সোমবার গুজরাট টাইটান্সের বিপক্ষে গড়েছেন বিশ্বরেকর্ডই। নিজের তৃতীয় ম্যাচে নেমে ক্যারিয়ারের প্রথম আইপিএল ফিফটিকে ৩৫ বলের তাণ্ডবে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন বৈভব। হয়েছে বিশ্বরেকর্ড।
সূর্যবংশীর এমন ব্যাটিং দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘সূর্যবংশীর অকুতোভয় মনোভাব, ব্যাটের গতি, লেংথ দ্রুত বুঝতে পারায় এ দুরন্ত ইনিংস তৈরি হয়েছে। ফলাফল: ৩৮ বলে ১০১। দারুণ খেলেছ।’
ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমি কি মন ভরাতে পেরেছি? তুমি অবশ্যই আমার মন ভরিয়েছ।’
ভারতের সাবেক বাঁহাতি ব্যাটার যুবরাজ সিং লিখেছেন, ‘১৪ বছর বয়সে আপনারা কী করছিলেন? এই বাচ্চাটা চোখের পাতা না ফেলে বিশ্বের সেরা ফাস্ট বোলারদের বিরুদ্ধে ব্যাট করছে। বৈভব সূর্যবংশীর নামটা মনে রাখবেন। ভয়ডরহীন মনোভাব নিয়ে ব্যাট করছে। পরবর্তী প্রজন্মকে সাফল্য পেতে দেখে বেশ গর্ববোধ করছি।’
আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরি ছিল ইউসুফ পাঠানের। সূর্যবংশীর ব্যাটিং দেখে তিনি লিখেছেন, ‘ভারতীয় হিসেবে দ্রুততম সেঞ্চুরিয়ান হিসাবে আমার রেকর্ড ভাঙায় তরুণ বৈভব সূর্যবংশীকে অনেক অভিনন্দন। আমার মতো রাজস্থান রয়্যালসের হয়ে এই ইনিংসটা খেলায় এটা আরও বিশেষ অনুভূতির। তরুণদের জন্য এই ফ্র্যাঞ্চাইজিতে সত্যিই বিশেষ কিছু আছে হয়তো। তবে এখনও অনেকটা পথ পেরতে হবে চ্যাম্প।’
ভারতরে টি-টুয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব ফেসবুক স্টোরিতে লিখেছেন, ‘এই তরুণের সবকিছু লণ্ডভণ্ড করে দেয়া এক ইনিংসের সাক্ষী থাকলাম। একেবারে অবিশ্বাস্য।’
গত রাতে আইপিলে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় লাগিয়ে ফেলেছেন বৈভব সূর্যবংশী। ১৪ বছর ৩২ দিন বয়সী বৈভব স্বীকৃত টি-টুয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছেন রাজস্থান রয়্যালসের হয়ে শতক হাঁকিয়ে। ২১০ রান তাড়ায় রাজস্থানকে ৮ উইকেটে জিতিয়ে ম্যাচসেরা হন বৈভব।
এদিন চলতি আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি করেছেন। সেখানেই থামেননি। ১১তম ওভারে রশিদ খানকে ছক্কা মেরে টি-টুয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হন। আইপিএলে সবচেয়ে কম বয়সে ফিফটি পাওয়া খেলোয়াড়ও এখন তিনি। বৈভব করেছেন আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ৩৫ বলে ৭ চার ও ১১ ছয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান। ৩৫ বলে শতক ছুঁয়ে ৩৮ বলে ৭ চার ও ১১ ছয়ে তিনি ১০১ রান করে বোল্ড হন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে ৭১ বলে ১৬৬ রানের জুটি গড়েন।
আইপিএলের মৌসুম শুরু আগে মেগা নিলামে ১ কোটি ১০ লাখ রুপিতে সূর্যবংশীকে নেয় রাজস্থান। আইপিএলের অর্থের বাজারে এটা বড় অঙ্ক নয়। তবে সেই সময়ে ১৩ বর্ষী ক্রিকেটারকে এই অঙ্কে দলে নেয়া মানেও ছিল বিশেষ কিছু।








