এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঈদের পর ভুটানের লিগ খেলতে গেছেলেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনসহ চার ফুটবলার। এবার লিগটিতে খেলতে গেলেন জাতীয় দলের আরও পাঁচজন। ফরোয়ার্ড কৃষ্ণা রানীর যাওয়ার কথা থাকলেও সেটি বিলম্বিত হচ্ছে।
লিগ খেলতে যাওয়া নতুনরা হলেন ফরোয়ার্ড সানজিদা আক্তার, মিডফিল্ডার মারিয়া মান্দা, ডিফেন্ডার মাসুরা পারভীন, লেফটব্যাক শামসুন্নাহার সিনিয়র এবং গোলরক্ষক রুপনা চাকমা। আগে থেকে ভুটানে থাকা বাংলাদেশের অন্যদের সাথে যোগ দিয়েছেন তারা।
ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার কথা ডিফেন্ডার মাসুরা ও গোলকিপার রুপনার। ফরোয়ার্ড কৃষ্ণার দলটিতে খেলার কথা রয়েছে। সানজিদা, মারিয়া, শামসুন্নাহারের খেলার কথা থিম্পু সিটির হয়ে। আগে ভুটানে যাওয়া সাবিনা, ঋতুপর্ণা চাকমা, মাতসুশিয়া সুমাইয়া ও মনিকা চাকমা খেলবেন ক্লাব পারো এফসির হয়ে।
দুবার সাফজয়ী বাংলাদেশ জাতীয় দলের মোট ৯ জন ভুটানে অবস্থান করছেন। দেশটিতে মেয়েদের লিগটি শুরু হওয়ার কথা রয়েছে ১৫ এপ্রিল থেকে।







