সন্ত্রাস, চরমপন্থা এবং বিচ্ছিন্নতাবাদকে ‘তিন শয়তান’ বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি সংঘাত প্রতিরোধের জন্য বহুমুখী আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, যদি বিভিন্ন কার্যকলাপকে সন্ত্রাসবাদ দিয়ে চিহ্নিত করা হয় তাহলে বাণিজ্য উৎসাহিত হবে না।
এনডিটিভি জানিয়েছে, বুধবার ১৬ অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হওয়া সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৩তম সম্মেলন এই কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলনে অংশ নিতে সদস্য দেশগুলোর শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যোগ দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর মধ্য দিয়ে প্রায় এক দশক পর পাকিস্তানে গেলেন ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী।
সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আঞ্চলিক অখণ্ডতা এবং সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর বলেছেন, আঞ্চলিক অখণ্ডতাকে স্বীকৃতি দেওয়া উচিত। তিনি বলেন, দেশগুলোর মধ্যে সহযোগিতা প্রকৃত অংশীদারিত্বের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠা হয়, একতরফা এজেন্ডার ওপর ভিত্তি করে নয়।
এস জয়শঙ্কর কোভিড মহামারিসহ ইসরায়েল-হামাস-হিজবুল্লাহ এবং রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের কথা উল্লেখ করে বলেন, এই শীর্ষ সম্মেলনটি একটি কঠিন সময়ে শুরু হয়েছে। তিনি বলেন, বিভিন্ন ধরনের ব্যাঘাত যেমন জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে আর্থিক অস্থিরতা প্রবৃদ্ধি এবং উন্নয়নকে প্রভাবিত করে। তিনি আরও বলেন, ঋণ একটি গুরুতর উদ্বেগের বিষয় কারণ এতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ব পিছিয়ে পড়ে।








