
ইউক্রেনের সেভেরোদোনেৎস্কসহ পূর্বাঞ্চলে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াই চলছে। অভিযানে সাবেক এক ব্রিটিশ সেনা নিহত হয়েছে।
সেভেরোদোনেৎস্কে রাসায়নিক কারখানায় রুশ বাহিনীর গোলাবর্ষণের পর ভেতরে আটকা পড়েছে অন্তত ৮শ’ বেসামরিক নাগরিক। কারখানা অবরুদ্ধ করে রেখেছে রুশ বাহিনী। তারনোপিলে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে পশ্চিমাদের পাঠানো অস্ত্রের একটি গুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া।
এদিকে প্রাণ বাঁচাতে ডনবাস ছাড়ছে হাজারো মানুষ। খেরসন ও মারিউপোলে বাসিন্দাদের পাসপোর্ট দেয়া শুরু করেছে রুশ সরকার। রাশিয়ার এমন কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়েছে ইউক্রেন। দেশটির দাবি, এটি আঞ্চলিক অখ-তার প্রকাশ্য লঙ্ঘন।
যুদ্ধ বন্ধের বিষয়ে শিগগিরই রুশ প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

আর এর মধ্যেই ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোর সদস্য করা নিয়ে তুরস্কের, নিরাপত্তা উদ্বেগ যুক্তিসংগত বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রধান জেন্স স্টলটেনবার্গ। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে আঙ্কারার কূটনৈতিক পদক্ষেপের প্রশংসা করেন ন্যাটো প্রধান।