চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাখমুত শহর রাশিয়ার দখলে, ওয়াগনার বাহিনীকে পুতিনের অভিনন্দন

বাখমুত শহরের পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াগনার বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। ওয়াগনার কমান্ডার ইয়েভজেনি প্রিগোজিন শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দাবি করেন, তার বাহিনী ইউক্রেনের বাখমুত শহর সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে।

ইউক্রেনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তবে শহরের পরিস্থিতি “সঙ্কটজনক” বলে স্বীকার করেছেন তিনি।

বাখমুত দখলের লড়াই ইউক্রেন যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধগুলির মধ্যে একটি। গত বছরের আগস্ট থেকে রাশিয়া বাখমুত দখলের জন্য লড়াই চালিয়ে আসছে।

রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়ায় প্রচার করা মন্তব্যে প্রেসিডেন্ট পুতিন দাবি করেছেন, কয়েক মাস তীব্র লড়াইয়ের পর শনিবার ওয়াগনার সদস্যরা রাশিয়ান বিমান বাহিনীর সহযোগিতায় ‘বাখমুতকে মুক্ত করার অপারেশন’ সম্পন্ন করেছে।