চলমান সংঘাতের মধ্যে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির অনুমোদন চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইউক্রেন ও রাশিয়া। এ চুক্তির আওতায় ইউক্রেন তার কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে কয়েক মিলিয়ন টন খাদ্য শস্য দেশের বাইরে রপ্তানি করতে পারবে।
তবে এই চুক্তি কতক্ষণ স্থায়ী হবে তা স্পষ্ট নয়। ইউক্রেন এই চুক্তির মেয়াদ ১২০ দিন বাড়ানোর জন্য দাবি করলেও রাশিয়া তা ৬০ দিন বাড়ানোর জন্য সম্মত হয়েছে।
রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে বলেছে, মস্কোর বিরুদ্ধে পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞাগুলো শিথিল করা না হলে এই চুক্তিটি আর চলতে দেবে না রাশিয়া।
গত জুলাইয়ে বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কায় ইউক্রেন থেকে খাদ্যশস্য পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানোর সুযোগ করে দেওয়ার জন্য খাদ্য শস্য রপ্তানির চুক্তিতে সহায়তা করেছিল জাতিসংঘ ও তুরস্ক।

ইউক্রেন বিশ্বের শীর্ষ খাদ্য শস্য উৎপাদনকারী দেশগুলির মধ্যে একটি। ইউক্রেনে উৎপাদিত খাদ্য শস্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানী করা হয়। তবে গত বছরের ফেব্রুয়ারিতে আক্রমণের পর রাশিয়ান যুদ্ধজাহাজ দ্বারা কৃষ্ণ সাগরের বন্দরগুলিতে কোন জাহাজ প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল। যার ফলে ইউক্রেনে উৎপাদিত হওয়া এসব খাদ্য শস্য বন্দরেই আটকা পড়েছিল।
বর্তমান সময়ে খাদ্য নিরাপত্তাহীনতায় যে দেশগুলো ভুগছে তারা ইউক্রেনর উপর খুব বেশি নির্ভরশীল।