২০১৭ সালে রোমা থেকে চেলসিতে এসেছিলেন অ্যান্টনিও রুডিগার। রক্ষণের প্রহরী হয়ে সফলভাবে প্রতিপক্ষের পথ রোধ করেছেন ২৯ বর্ষী জার্মান তারকা। চেলসিকে জিতিয়েছেন পাঁচটি গুরুত্বপূর্ণ ট্রফি। এবার যোগ দিলেন রিয়াল মাদ্রিদে। যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নিজেই।
‘রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার ঘোষণা দিতে পেরে গর্বিত বোধ করছি। আগামীর সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমি উন্মুখ। ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে প্রথমবার মাঠে নামতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
২০২২ ইউরোপসেরার ট্রফি এরইমধ্যে ঘরে তুলেছে রিয়াল। আগামী মৌসুমেও সেটি ধরে রাখতে চান কোচ আনচেলত্তি। দল গঠনের সুযোগকে ভালোভাবেই কাজে লাগাচ্ছেন। টুখেলের অন্যতম হাতিয়ারকে টেনে নিলেন। রক্ষণ সামলে গোল করায়ও যার বিশেষ দক্ষতা রয়েছে।
২০১৭ সালে চেলসিতে যেয়ে ২০৩ বার মাঠে নেমে ১২ গোল করেছেন রুডিগার। জার্মানির হয়েও দুটি গোল রয়েছে তার। তাকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটিও।
‘আমরা রুডিগারকে বিদায় জানাচ্ছি। সে স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে চলে যাবে। চেলসির সাথে চুক্তির মেয়াদ শেষ হয়েছে তার। ক্লাবের সাথে তার পাঁচটি ট্রফি-পূর্ণ বছর শেষ করে যাচ্ছে। সাম্প্রতিক মৌসুমগুলোতে আমাদের সাফল্যে বিশাল ভূমিকা রেখেছে সে। চেলসির হয়ে এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন, আমাদের রক্ষণের প্রাণ হয়ে আমাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’







