ইংল্যান্ডকে কাঁদিয়ে প্রথমবার মেয়েদের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সেই আনন্দে অদ্ভুত এক কাণ্ড করে বসেছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। ম্যাচ শেষে উদযাপনের সময় বিশ্বজয়ী দলের এক ফরোয়ার্ডের ঠোঁটে চুমু দিয়ে বসেছেন ৪৫ বর্ষী লুইস।
অস্ট্রেলিয়ার সিডনিতে মেয়েদের বিশ্বকাপে রোববার ইংল্যান্ডকে ১-০ গোলে হারায় স্পেন। ফাইনালে স্পেনিয়ার্ডদের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক ওলগা কারমোনা।
ম্যাচ শেষে খেলোয়াড়রা যখন দলের অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন, তখনই ঘটে সেই কাণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফরোয়ার্ড জেনিফার হারমোসোকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গেই ঠোটে চুমু দিয়েছেন সভাপতি। তাতে সমালোচনার মুখে পড়তে হয়েছে স্পেনের সাবেক ডিফেন্ডারকে।
ঘটনায় হারমোসো অস্বস্তি প্রকাশ না করলেও বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছেন। পরে একটি লাইভ স্ট্রিমিংয়ে ৩৩ বর্ষী হারমোসো বলেছেন, ‘আমি এটি উপভোগ করিনি। তবে এটি ছিল স্নেহ প্রদর্শনের জন্য স্বাভাবিক আলিঙ্গন। বিশ্বকাপের মতো এত বড় একটি অর্জনের আনন্দ থেকেই এমনটা হয়েছে।’
‘সভাপতির সঙ্গে আমার এবং দলের সবারই দুর্দান্ত সম্পর্ক। আমাদের সবার সঙ্গে তার আচরণ অসামান্য এবং এটি আসলেই স্নেহ এবং কৃতজ্ঞতার একটি স্বাভাবিক বহিঃপ্রকাশ ছিল মাত্র।’








