চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘আরআরআর’কে বলিউড সিনেমা বলায় নেটিজেনরা ক্ষুব্ধ

১৪ বছরের খরা কাটিয়ে এসএস রাজামৌলির তেলেগু সিনেমা ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’র হাত ধরে ভারতে এলো অস্কার। এবার ৯৫ তম অস্কারের আসরে ‘সেরা মৌলিক গান’ এর পুরস্কার জিতেছে এই গানটি।

তবে সেই মঞ্চেই ‘আরআরআর’-কে এসএস রাজামৌলির পরিচালনায় ‘বলিউড মুভি’ বলে অভিহিত করেন এবারের অস্কারের সঞ্চালক জিমি কিমেল। আর তাতেই যেন ক্ষোভে ফেটে পড়েন নেটাগরিকরা।

টুইটারে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। যেখানে জিমির মন্তব্যের প্রতিক্রিয়ায়, একজন লিখেছেন, ‘১৫ মিনিটও হয়নি, জিমি কিমেল ‘আরআরআর’-কে বলিউডের সিনেমা বললেন। উফ!’

অন্য একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘জিমি কিমেল বলছেন যে ‘আরআরআর’ একটি বলিউড সিনেমা, এটি আমার বড় বিরক্তির কারণ। কীভাবে একজন এত জঘন্য হতে পারে। ঈশ্বর আমি এটি নিতে পারি না।’ আরেকজন লিখেছেন, ‘জিমি কিমেলের ভুল করে ‘আরআরআর’কে একটি বলিউড সিনেমা বলা আমি অন্তত শুনতে চাই না’।

‘কেন এরা ‘আরআরআর’-কে বলিউড সিনেমা বলে উল্লেখ করছে, যেখানে এটি ভারতীয় তেলেগু ইন্ডাস্ট্রির ফিল্ম? দুর্ভাগ্যজনক, পশ্চিমা বিশ্বে প্রতিনিধিত্বের অভাব রয়েছে। একই সঙ্গে অস্কারের মঞ্চে এই ভুল লজ্জাজনক!’, মন্তব্য করেন আরেকজন।

শুধু পুরস্কার নয়, এদিন অস্কারের মঞ্চে রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব নাটু নাটু গানের পারফর্ম করেন। যা শেষ হলে উঠে দাঁড়িয়ে প্রশংসা করেন উপস্থিত দর্শকরা। এছাড়াও হলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী লরেন গটলিবও পা মেলান ‘নাটু নাটু’ গানে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Labaid
BSH
Bellow Post-Green View