রবিবার (১১ মে) লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে স্পেশ্যাল স্ক্রিনিং হয় ‘আরআরআর’র। এই আয়োজনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক এসএস রাজামৌলি ও দুই প্রধান অভিনেতা জুনিয়র এনটিআর ও রামচরণ।
পরিপূর্ণ প্রেক্ষাগৃহের ছবি পোস্ট করে ‘আরআরআর’-এর টিম এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘ইতিহাস! আবার একবার।’
লন্ডনের শিল্প, সাহিত্য আর সংস্কৃতিচর্চার পীঠস্থান বলা হয় ‘রয়্যাল অ্যালবার্ট হল’কে। ইংল্যান্ডের লন্ডন নগরীর সাউথ কেনসিংটন এলাকায় অবস্থিত বিশ্বখ্যাত রয়্যাল অ্যালবার্ট হলে পরিবেশনার জন্য উন্মুখ হয়ে থাকেন তাবত দুনিয়ার শিল্পীরা। ৩৬০ ডিগ্রি গোলাকার বিশাল গম্বুজের মতো এই মিলনায়তনের তিন দিকে দর্শকসারি। একদিকে মঞ্চ।
স্ক্রিনিংয়ের খবর সোশ্যাল মিডিয়ায় আগেই জানিয়েছিল ‘আরআরআর’-এর টিম। তাদের পোস্টে লেখা ছিল, ‘লন্ডন… আমরা এসে গেছি। আরো একবার ‘আরআরআর’ থাকছে আপনাদের মাঝে। এমন স্ক্রিনিং আগে দেখেননি। থাকছে রয়্যাল ফিলহারমোনিক অর্কেস্ট্রা। আমাদের সঙ্গে জুড়ে যান। ১১ মে, রবিবার ভারতের এই এপিক ড্রামা দেখুন মিউজিক্যাল সেলিব্রেশনের সঙ্গে।’
আগেই ইতিহাস তৈরি করেছে ‘আরআরআর’। প্রথম ভারতীয় ছবি হিসেবে সেরা মৌলিক গানের জন্য পেয়েছে অস্কার। সেই গানটি হলো ‘নাটু নাটু’। বিভিন্ন গ্লোবাল প্ল্যাটফর্মে প্রশংসিতও হয়েছে। পেয়েছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসও।
‘নাটু নাটু’ গানটি আরও অনেক ভারতীয় ভাষায় তৈরি হয়েছে। হিন্দিতে নাম পাল্টে হয়েছে ‘নাচো নাচো’। তামিলে ‘নাটু নাটু’, কন্নড়ে ‘হালি নাটু’, মালায়ালি ভাষায় ‘কারিন্থোল’।
দুই তেলেগু স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে ‘আরআরআর’-এর কাহিনি লেখা হয়। সেই দুই সংগ্রামীর নাম আল্লুরি সীতারামা রাজু ও কোমারাম ভীম। রামচরণ ও জুনিয়র এনটিআরকে দেখা যায় সেই দুটি চরিত্রে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আলিয়া ভাট, অজয় দেবগণ ও শ্রিয়া সরণও।








