চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘ব্যাটম্যান’, ‘টপ গান’কে হারিয়ে সেরা ‘আরআরআর’

হলিউড ক্রিটিক অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা অ্যাকশন ছবির পুরস্কার জিতেছে ‘আরআরআর।’ এই বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘দ্য ব্যাটম্যান’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ এবং ‘টপ গান: ম্যাভেরিক’র মতো সিনেমা।

হলিউড ক্রিটিক অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ডে চারটি পুরস্কার জিতেছে ‘আরআরআর’। সেরা অ্যাকশন ছবি, সেরা আন্তর্জাতিক ফিচার, সেরা মৌলিক গান এবং সেরা স্টান্টস পুরস্কার জিতেছে ছবিটি। পুরস্কার পেয়ে বক্তব্য রেখেছেন এসএস রাজামৌলি।

সেরা অ্যাকশন ছবির পুরস্কার জিতে মঞ্চে রাজামৌলি বলেন, ‘আমি মনে করি আমার মঞ্চের পেছনে গিয়ে দেখা উচিত পাখা গজিয়েছে কিনা! ধন্যবাদ, এটা আমার জন্য মূল্যবান। এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না।’

সেরা আন্তর্জাতিক ফিচার ছবির পুরস্কার জেতার পর রাজামৌলি মঞ্চে উঠার সময় রাম চরণকেও নিয়ে আসেন। মঞ্চে উঠে রাম চরণ আরও অনেক ভালো সিনেমা করার অঙ্গিকার করেন।

‘আরআরআর’ ভক্তদের নজর এখন অস্কারের দিকে। ১২ মার্চ অস্কারের আসর বসবে। এবারের আসরে সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পেয়েছে ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Labaid
BSH
Bellow Post-Green View