পাকিস্তানের রানের পাহাড়ের জবাবে সেঞ্চুরি তুলে নিয়েছেন ইংল্যান্ডের জো রুট। এক সেঞ্চুরিতে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় চার তারকাকে পেছনে ফেলেছেন ইংলিশ ব্যাটার। মুলতানে সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে পাল্টা প্রতিরোধ গড়েছেন রুট। ১৪৭তম টেস্টে তার সেঞ্চুরির সংখ্যা এখন ৩৫।
সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় তার অবস্থান এখন ছয়ে। ৩৬ সেঞ্চুরি নিয়ে রুটের আগে আছেন ভারতের সাবেক উইকেটকিপার ব্যাটার রাহুল দ্রাবিড়। ৫১ সেঞ্চুরি নিয়ে এখনও সবার উপরে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার।
রুটের এক সেঞ্চুরিতে চারজনকে পেছনে ফেলা ব্যাটাররা হলেন পাকিস্তানের ইউনিস খান, ভারতের সুনীল গাভাস্কার, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা এবং শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। রুটসহ বাকি চারজন ৩৪টি সেঞ্চুরি নিয়ে সেরা দশে অবস্থান করছিলেন।
৪৫টি সেঞ্চুরি নিয়ে শচীনের পর আছেন সাউথ আফ্রিকার জ্যাক ক্যালিস, ৪১টি তিনে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং এবং ৩৮টি সেঞ্চুরি নিয়ে চারে আছেন শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি ব্যাটার কুমার সাঙ্গাকারা।







