দুপুরের ম্যাচে আগে ব্যাট করা দল তুলেছিল মাত্র ৮৯ রান। তবে রাতের ম্যাচে দেখা গেল বিপরীত চিত্র। রনি তালুকদারের ঝড়ো ইনিংসে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৭৬ রান তুলেছে রংপুর রাইডার্স।
ওপেনিংয়ে নামা রনি শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হন। ১৯ বলে পূর্ণ করেন ফিফটি। বিপিএলে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে এটিই দ্রুততম পঞ্চাশের রেকর্ড। সবচেয়ে কম ২৬ বলে ফিফটি করেছিলেন জাকির হাসান।
তার রেকর্ড ভেঙে দেন রনি। ৩১ বলে ৬৭ রানের ইনিংস খেলেন ১১ চার ও একটি ছয়ে। বিপিএল ইতিহাসে সবচেয়ে কম বলে ফিফটির রেকর্ড ক্যারিবিয়ান তারকা সুনিল নারাইনের। গত আসরে কুমিল্লার হয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে করেছিলেন রেকর্ডটি।
শুক্রবার সন্ধ্যায় বাউন্ডারির পসরা সাজিয়ে শের-ই-বাংলা স্টেডিয়াম মাতান রনি। রংপুর পাওয়ার প্লে থেকে তোলে ৬৪ রান। দলীয় শতক পূর্ণ হয় ১০.৫ ওভারে। তার আগেই অবশ্য খুশদিল শাহর বলে কিপার জাকের আলির হাতে স্টাম্পড হন রংপুর ওপেনার। ভাঙে ৮৪ রানের ওপেনিং জুটি।
আরেক ওপেনার নাঈম শেখ ৩৪ বলে ২৯ রান করেন। ফজলহক ফারুকির বলে থার্ডম্যানে ক্যাচ দেন এ বাঁহাতি। পরে পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক ৩৩ ও অধিনায়ক নুরুল হাসান সোহান ১৯ রানের অপরাজিত ইনিংস খেলে লড়াকু সংগ্রহ এনে দেন।
রংপুর ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৭৬ রান। শুরুর মতো শেষের দশ ওভারে প্রত্যাশিত রান করতে পারেনি দলটি।








