চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সিঙ্গাপুরে র‌্যাকেট খেলে কাটছে রোনালদোর

KSRM

সৌদি প্রো লিগ শেষ হয়েছে কদিন আগেই। ছুটিতে বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন আল নাসের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে দেখা গেছে র‌্যাকেট খেলছেন ফুটবল মহাতারকা।

চোটের কারণে সৌদি প্রো লিগে শেষ ম্যাচটি খেলতে পারেননি রোনালদো। পরে সিঙ্গাপুরে ভ্রমণ করেন তিনি। তার বন্ধু পিটার লিমের উদ্যোগ নেয়া চ্যারিটির প্রচার করছেন দেশটিতে। সেখানে শিশুদের সঙ্গে কথা বলেছেন পর্তুগিজ কিংবদন্তি, খেলেছেন র‌্যাকেটও।

Bkash July

মধ্যপ্রাচ্যে ক্যারিয়ারের প্রথম মৌসুমটি হতাশাজনকভাবেই শেষ হয়েছে রোনালদোর। তার ক্লাব জিততে পারেনি কোনো শিরোপা। মৌসুমে ক্লাবটির হয়ে ১৬ ম্যাচ খেলেছেন পর্তুগিজ মহাতারকা, গোল করেছেন ১৪টি।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View