পর্তুগীজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো স্বীকার করেছেন কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সেরা একাদশে না থাকার পর অবসরের সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন। ওই ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠে মরক্কো, আফ্রিকার প্রথম কোন দেশ হিসেবে।
‘মিথ্যা বলব না। আমাদের জীবনের সবকিছুই মেপে চলতে হয়। আমি এবং আমার পরিবার নিয়ে চিন্তা করা হয়, আমরা প্রতিফলিত হই, সবকিছু সত্ত্বেও কঠিন সময়ের পর যখন সিদ্ধান্তে উপনীত হলাম, মনে হল এভাবে ফেলে যাওয়া ঠিক হবে না। ওই সময়টাকে বিভিন্ন দিক থেকে দেখেছি। সেখান থেকে অনেককিছু শিখেছি।’
‘ফিরে আসতে পেরে আমি খুশি। রর্বেতো মার্টিনেজ আমাকে বিবেচনা করেছেন। আমি সবসময়ই খেলতে চেয়েছিলাম। সে সবার সঙ্গে কথা বলেছে, আমার সাথেও। আমার মনে হয়েছে জাতীয় দলে আমার এখনও অনেককিছু দেয়া বাকি।’ ইউরো-২০২৪ বাছাইয়ের দলে ফিরে বলেছেন রোনালদো।
আর্জেন্টাইন মহাতারকা মেসির মতো রোনালদোরও বিশ্বকাপে শেষ ম্যাচ বিবেচনা করা হচ্ছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ ফের্নান্দো সান্তোস রোনালদোর উপর আস্থা রাখতে পারেননি। ৪২ মিনিটে ইউসুফ এন নাসেরির গোলে পিছিয়ে যাওয়ার পর ৫১ মিনিটে নামেন রোনালদো। সবার প্রাণপণ চেষ্টার পরও হেরে যায় পর্তুগাল। তখন মহাতারকার মাথায় অবসরের চিন্তা এসেছিল।