এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের ২০২৪-২৫ মৌসুমের ড্র অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে ক্রিস্টিয়ানো রোনালদোকে ‘বিশেষ সম্মাননা’ দেবে উয়েফা কর্তৃপক্ষ। ইউরোপীয়ান ফুটবলের কর্তা সংস্থার প্রেসিডেন্ট অ্যালেক্সাজান্ডার সেফারিন এ ঘোষণা দিয়েছেন।
চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর। তার এ অর্জনকে স্বীকৃতি দিতে এ আয়োজন উয়েফা কর্তৃপক্ষের। পর্তুগিজ মহাতারকা চ্যাম্পিয়ন্স লিগে ১৮৩ ম্যাচ খেলে ১৪০ গোলে করেছেন। আপাতত তাকে টপকানো কারোর পক্ষে সম্ভব নয় বলে মনে হয়েছে সংস্থাটির।
উয়েফার সভাপতি সেফারিন বিবৃতিতে জানিয়েছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো উয়েফার প্রতিযোগিতায় অন্যতম সেরা একজন তারকা। প্রতিযোগিতায় তার অসাধারণ গোল করার ক্ষমতা, অর্জন সময়ের পরীক্ষায় দাঁড়ানোর জন্য নির্ধারিত বলে মনে হচ্ছে। তার এ অসাধারণ ক্ষমতা ভবিষ্যৎ প্রজন্মকে অতিক্রম করার জন্য অসাধারণ চ্যালেঞ্জ তৈরি করেছে।’
‘ফুটবলের সর্বোচ্চ স্তরে তার শ্রেষ্ঠত্ব দলগত এবং ব্যক্তিগত উভয়ক্ষেত্রে তার নিরলস সাধনার প্রমাণ। দুই দশকেরও বেশি সময় ধরে গোল এবং উদযাপন করে খেলাকে ক্রমাগত বিকশিত ও পরিমার্জিত করেছেন। তার পেশাদারিত্ব, কাজের নৈতিকতা, নিষ্ঠা এবং সর্বশ্রেষ্ঠ মঞ্চে উজ্জ্বল হওয়ার ক্ষমতা এমন গুণাবলী যা ফুটবল খেলোয়াড়দের সর্বত্র অনুকরণ করা উচিত।’
চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তিনি প্রতিযোগিতায় ১২৯ গোল করেছেন। তবে ইন্টার মিয়ামিতে যোগ দেয়ায় আপাতত তার রোনালদোকে টপকানো হচ্ছে না।








