এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পর্তুগীজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস ছেড়েছেন ২০২১ সালে। বেতন নিয়ে তার বিপক্ষে ক্লাবের করা একটি মামলায় হেরে গেছে ইতালিয়ান জায়ান্টরা, মঙ্গলবার এ খবর আলোয় এসেছে।
তুরিনের একটি শ্রম আদালত জুভেন্টাসের আবেদন বাতিল করে দেন। ফলে ক্লাবকে ১১.৪ মিলিয়ন ডলার, সাথে সুদও পরিশোধ করতে হবে না রোনালদোর দিক থেকে। জুভেন্টাসকে আদালতের পুরো খরচ বহন করতে হবে, যার পরিমাণ প্রায় ৮০ হাজার ইউরো।
রায়ের পর রোনালদোর আইনী দল বিবৃতিতে লিখেছে, ‘বিচারক ক্লাবের উত্থাপিত সমস্ত আপত্তি খারিজ করে দিয়েছেন এবং চুক্তিগত দায়বদ্ধতা, বৈধ সুরক্ষা সম্পর্কিত নাগরিক আইনের নীতিগুলোর সঠিক প্রয়োগ নিশ্চিত করেছেন। রোনালদো মহামারী চলাকালীন বেতনের কিছু অংশ সাময়িকভাবে ছাড়তে সম্মত হয়েছিলেন, কিন্তু জুভেন্টাস চুক্তিটির সম্মান রাখতে ব্যর্থ হয়েছেন, যা তার বিশ্বাস ভেঙেছে।’
২০২৪ সালের এপ্রিলে একটি সালিশি আদালত রায় দেন যে, কোভিড-১৯ মহামারীর সময় বেতন কাটার সাথে সম্পর্কিত ১৯.৫ মিলিয়ন ইউরোর বাকি বেতন পর্তুগিজ অধিনায়ককে দিতে হবে। এর পরিমাণ হবে অর্ধেক, যা ক্লাব পরিশোধ করবে। এ রায় জুভেন্টাসের উপর নেতিবাচক প্রভাব ফেলবে না। কারণ ২০২৩-২৪ সালের বাজেটে তা আলাদা করা হয়েছে।
জুভেন্টাস এখনও উচ্চ আদালতে আপিল করতে পারবে। ক্লাবটি জানিয়েছে, আইনী পরামর্শক দল বিষয়টির পরীক্ষা-নিরীক্ষা করছে এবং দেখছে সামনে তাদের কোনধরনের সুযোগ আছে কিনা।
সৌদি প্রো লিগের দল আল নাসেরের অধিনায়ক রোনালদো ২০১৮ সালে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন। ২০২১ সালের আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাওয়ার আগে টানা দুটি সিরি আ শিরোপা, ইতালিয়ান কাপ, দুটি সুপার কাপ জিতেছিলেন।








