ফিফা বিশ্বকাপ ২০২৬ ইউরোপ অঞ্চলের বাছাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে লালকার্ড দেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে কিংবদন্তিকে ছাড়াই নামতে হয়েছে পর্তুগালকে। সরাসরি বিশ্বকাপে খেলতে আর্মেনিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না পর্তুগিজদের সামনে। কঠিন সমীকরণের ম্যাচে রোনালদোকে ছাড়াই বড় জয় পেয়েছে দলটি। ব্রুনো ফের্নান্দেজ ও জোয়াও নেভেসের হ্যাটট্রিকে আর্মেনিয়াকে ৮-১ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। তাতে আসন্ন বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট কেটেছে কোচ রবার্তো মার্টিনেজ শিষ্যরা।
ঘরের মাঠ এস্তাদিও ডো ড্রাগাওতে ব্রুনো ও নেভেস ৩টি করে গোল করেন। এছাড়া রেনাতো ভেইগা, গঞ্জালো রামোস ও ফ্রান্সিসকো কনসেইসাও একটি করে গোল করেন। আর্মেনিয়ার হয়ে এডুয়ার্ড স্পার্তসিয়ান একমাত্র গোলটি করেন।
ম্যাচের শুরু থেকেই সফরকারীদের চেপে ধরে পর্তুগাল। ৭ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন রেনাতো। ১৮ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান এডুয়ার্ড। ২৮ মিনিটে ফের স্বাগতিকদের লিড এনে দেন রামোস। দুই মিনিট পর ফ্রি কিক থেকে তৃতীয় গোলটি করেন নেভেস। ৪১ মিনিটে নেভেস দ্বিতীয় গোলের দেখা পান। পর্তুগাল এগিয়ে যায় ৪-১ গোলে।
প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় পর্তুগাল। স্পট কিকে আর্মেনিয়া গোলরক্ষককে পরাস্ত করেন ব্রুনো। ৫-১ গোলে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল।
বিরতির পর সফরকারীদের হজম করতে হয় আরও ৪ গোল। ৫১ মিনিটে ব্রুনো নিজের দ্বিতীয় গোল করেন। ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রুনো। ৮১ মিনিটে গোল করে নেভেসও হ্যাটট্রিকের দেখা পান। নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ের দ্বিতীয় মিনেটে আর্মেনিয়ার কফিনে শেষ পেরেক এটে দেন ফ্র্যান্সিসকো। ৯-১ ব্যবধানে জিতে সরাসরি বিশ্বকাপের টিকিট কাটে পর্তুগাল। ৭ ম্যাচে পর্তুগালের পয়েন্ট ১৩।
‘এফ’ গ্রুপের অন্য ম্যাচে হাঙ্গেরিকে হারিয়ে প্লে-অফের টিকিট কেটেছে আয়ারল্যান্ড। ট্রয় প্যারটের হ্যাটট্রিকে স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়েছে আইরিশরা। ৭ ম্যাচে আইরিশদের পয়েন্ট ১০।
ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটে লিড পায় হাঙ্গেরি। ১৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আইরিশদের সমতায় ফেরান ট্রয় প্যারট। ৩৭ মিনিটে বার্নাবাস ভার্গার গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। ৮০ মিনিটে আইরিশদের সমতায় ফেরান প্যারট। যোগকরা সময়ের ষষ্ঠ মিনিটে হ্যাটট্রিক করে জয় নিশ্চিতের পাশাপাশি আইরিশদে প্লে-অফে খেলার টিকিট কাটেন তিনি।







