চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রোনালদোকে বায়ার্নে টানতে প্রস্তাব জার্মান ব্যবসায়ীর

KSRM

সৌদি ক্লাব আল নাসেরে গোল পেলেও সময়টা রঙিন কাটছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। দুটি শিরোপার দৌঁড়ে ছিটকে যাবার পর সৌদি প্রো লিগও হারানোর ঝুঁকিতে আছে পর্তুগিজ মহাতারকার ক্লাবটি। এরই প্রেক্ষিতে সিআরসেভেনের ইউরোপে ফেরার আলোচনা সংবাদমাধ্যমে। সেই আলোচনা এবার জোরালো হল এক জার্মান ব্যবসায়ীর প্রস্তাবে। বায়ার্ন মিউনিখে কিংবদন্তি ফরোয়ার্ডকে টানতে ক্লাব কর্তৃপক্ষের নিকট প্রস্তাব দিয়েছেন ওই ব্যবসায়ী।

জার্মান সংবাদমাধ্যম আবেন্ডেইটাং মুনচেন জানিয়েছে এই খবর। রোনালদোকে দলে টানতে বায়ার্ন সভাপতি অলিভার কানের কাছে ই-মেইলে বার্তা পাঠিয়েছেন মারকাস শন নামে এক ব্যবসায়ী। শন একজন ইন্টারনেট বিলিওনিয়ার। ব্যুরো ডট দ্য ওয়েবসাইটের মালিক তিনি।

Bkash July

এদিকে সৌদি প্রো লিগের ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে আল ইত্তিহাদ আছে পয়েন্ট তালিকার এক নম্বরে। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আল নাসের। চলমান ২০২২-২৩ মৌসুমের লিগে দুই দলের আর তিনটি করে ম্যাচ বাকি আছে। রোনালদো খেলেছেন ১৪টি লিগ ম্যাচ। করেছেন ১৩টি গোল।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View