চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আপাতত শিথিল হল রোমান সানার শাস্তি

শৃঙ্খলাভঙ্গের কারণে দুই বছরের জন্য নিষিদ্ধ রোমান সানার শাস্তি আপাতত শিথিল করা হয়েছে। শর্তসাপেক্ষে অনাবাসিকভাবে প্রশিক্ষণ ও ট্রায়ালে অংশগ্রহণ করতে বাধা থাকছে না দেশসেরা এ আর্চারের।

মঙ্গলবার বাংলাদেশ আর্চারি ফেডারেশনের মিডিয়া, প্রকাশনা ও জনসংযোগ সাব-কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, ‘বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় জাতীয় দলের বহিস্কৃত আর্চার রোমান সানার শাস্তি মওকুফের আবেদনের প্রেক্ষিতে তার শাস্তি আপাতত শিথিল করা হয়েছে। শিথিলতার প্রাথমিক পর্যায়ে শর্তসাপেক্ষে অনাবাসিকভাবে প্রশিক্ষণের সুযোগ প্রদান করা হচ্ছে। অনাবাসিক অবস্থায় ক্যাম্পের সকল সুবিধাদি প্রদান করা হবে।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় আসন্ন ট্রায়াল ও ব্যাংকিং টুর্নামেন্টে রোমান সানা অংশগ্রহণ করতে পারবেন। রোমান সানার পারফরম্যান্স এবং শর্তসমূহ বিবেচনা করার জন্য ২০২৩ সালের মে মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিতব্য সভায় সিদ্ধান্ত নেয়া হবে।’