চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে অবসরে রোমান সানা

আবু তাহেরআবু তাহের
৮:১০ অপরাহ্ন ০৪, মার্চ ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

রোমান সানা, বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ইতিহাসে প্রথম পদক জয়ী অ্যাথলেট। সাউথ এশিয়ান গেমসে একক, দলীয় এবং মিশ্রতে স্বর্ণপদক জয় করেছিলেন রোমান। ২০২০ সালে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা এ অ্যাথলেট ফেব্রুয়ারি মাসে হঠাৎ জাতীয় দল থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। ফেডারেশন ও সংশ্লিষ্ট সকলের অবজ্ঞা, মূল্যায়ন না করা, হতাশা এবং অনেকটা অভিমান নিয়েই তার অবসরের সিদ্ধান্ত।

২০১০ থেকে শুরু করে টানা ১৪ বছর খেলে দেশকে অনেক দিয়েছেন। কিন্তু মাত্র ২৮ বছর বয়সে দেশসেরা ও আর্চারের সবচেয়ে বড় বিজ্ঞাপনের কেন এ সিদ্ধান্ত? চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন তা।

অবসরের কথা নিশ্চিত করে প্রথমে বলেন, ‘এখন আর আগের মত পারফরম্যান্স নেই, খেলতে চাচ্ছি না, চোটও আছে। তাছাড়া নানাবিধ কারণ আছে, এজন্যই খেলা থেকে দূরে থাকতে চাই। নতুনভাবে নতুন কিছু শুরু করতে যাচ্ছি, এজন্যই এ পদক্ষেপ নেয়া।’

‘আসলে খেললাম তো বহু বছর, ১৪ বছর ধরে। আমাদের সুযোগ সুবিধা কোনো কিছুই তো নেই। আমরা তো উজ্জ্বল ভবিষ্যতের জন্য, ভালো কিছুর আশায় খেলতে আসি। এটাই যদি না হয় তাহলে খেলে কি করব। এ অব্দি দেশকে তো বহু কিছুই দিলাম। এমন কোনো ফলাফল নেই যেখানে আল্লাহর রহমতে ভালো করিনি। বিভিন্ন আন্তর্জাতিকে, এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ, অলিম্পিকেও খেলে আসলাম। সে তুলনায় কোনো জায়গা থেকে তো কেনো সাড়া পাইনি। সেখানে বেতন পাই মাত্র তিন হাজার টাকা।’

ফেডারেশনের অবমূল্যায়নের কথা তুলে ধরে আক্ষেপ করে রোমান বলেন, ‘আমরা খেলি জাতীয় দলে, প্রতিদিন ৭-৮ ঘন্টা অনুশীলন করি। কিসের আশায় করি? তিন হাজার টাকার জন্য? আর বাইরে খেলতে গেলে ১০০ ডলার পকেট খরচ। এর থেকে যদি আমি চাকরির পাশাপাশি রিকশাও চালাই তাও প্রতিদিন ২০০ টাকা কামায় করতে পারব। যে পরিশ্রমটা ফেডারেশনে দেই তার চেয়ে অটো চালালে তাও ২০০/৩০০ টাকা কামাতে পারব অতিরিক্ত, যা মাস শেষে ৬০০০ টাকার বেশি হয়। তাহলে চিন্তা করে দেখেন আমাদের কি অবস্থা।’

Reneta

নিজেদের অন্ধকার ভবিষ্যতের কথা বলতে গিয়ে জানান, ‘ক্রিকেট, ফুটবলের মত আমাদের তো কোনো ভবিষ্যত নেই। আছে বলেন? নিজেকে উজাড় করে দেয়ার পরও যদি কিছু না আসে, না পাই তাহলে কিভাবে হবে। যে গাছটা আপনাকে ফল দেয় সেটার যত্ন যত নিবেন ফলন তত বেশি পাবেন। গাছ হচ্ছি আমরা, আমাদের কোনো যত্ন নেই। আনুষঙ্গিক বিভিন্ন ক্যাম্প, ট্যালেন্ট হান্ট, এইটা করতে হবে, ওইটা করতে হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিয়োগ। অথচ আমাদের সময় কোনো টাকা নেই।’

‘শুধু ফেডারেশন না, আমাদের স্পন্সর তো আসেই না। বড় ধরণের একটা স্পন্সর নিয়ে আছে। ফেডারেশনের তো গাফিলতি আছেই। খেলোয়াড়দের বেলায় তাদের কোনো কিছুই থাকে না। কি দিয়ে দিব, কোথায় পাব?’

অবসরের কাগজপত্র জমা দেয়ার পর ফেডারেশনের প্রতিক্রিয়া সম্পর্কে বলেন, ‘ফেডারেশন কোনো কিছু বলেনি। কেউ ডাকেনি, ফোনও দেয়নি, কেউ মিটিংও করেননি। কেন এমন সিদ্ধান্ত নিলাম, কেন এমন হচ্ছে, কিছুই না। প্রথমে যখন কাগজ জমা দিয়েছিলাম তখন ফারুক ঢালি স্যার মানা করে দুইঘণ্টা বুঝিয়েছেন। তখন আর জমা দেইনি। তখন ১৫ দিন অপেক্ষা করে দেখলাম, বুঝতে পারলাম এখানে থেকে কোনো লাভ নেই। বরং সম্মান যা অর্জন করেছিলাম তাও হারাইছি।’

নিজের বর্তমান অবস্থা তুলে ধরে রোমান বলেন, ‘এখন আমার বিবাহিত জীবন। এখন আমার খরচ বেড়েছে। আগে যখন সিঙ্গেল ছিলাম, চাইলেই যেভাবে ইচ্ছা সেভাবে চালাতে পেরেছি। এখন স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে যদি সংসার চালানো লাগে তাহলে এমন জাতীয় দলের দরকার নেই আমার।’

‘আমি কিছু দিন পর স্যারকে (ফারুক ঢালী) জিজ্ঞেস করেছিলাম, আমার লেটারটা কি গ্রহণ করা হয়েছে কি না? তখন তিনি জানিয়েছিলেন আমাদের মিটিং হবে, তারিখ নির্ধারিত হয়নি। তারপর একমাস হয়ে গেল কোনো আলোচনা আসেনি।’

দেশসেরা আর্চার রোমান সানা ২০১৪ সালে আর্চারিতে যোগ দান করে ওই বছরই থাইল্যান্ডে প্রথম এশিয়ান আর্চারি গ্রাঁ প্রি’তে এককে সোনা জয় করেন। এরপর ২০১৭ সালে বিশকেক আন্তর্জাতিক আর্চারিতে সোনা আনেন। ২০১৯ সালে আইএসএসএফ সলিডারিটি বিশ্ব র‌্যাঙ্কিং আর্চারিতে এককে রুপা, বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং এশিয়ান কাপ বিশ্ব র‌্যাঙ্কিং টুর্নামেন্টে এককে সোনা, দলীয় রুপা এবং মিশ্র দ্বৈতে ব্রোঞ্জ জয় করেন। ওই বছরই সাউথ এশিয়ান গেমসে দলীয়, মিশ্র, এবং এককের তিনটিতেই সোনা জেতেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আইএসএসএফ সলিডারিটিআর্চারিএশিয়া কাপ বিশ্ব র‌্যাঙ্কিং টুর্নামেন্টদক্ষিণ এশীয় গেমসবাংলাদেশবিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপরোমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক রহমানের সফর উপলক্ষে ময়মনসিংহে বিএনপি’র প্রস্তুতি

জানুয়ারি ২৬, ২০২৬
বাসিত আলী

‘পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে সম্প্রচারকারীরা পথে বসবে’

জানুয়ারি ২৬, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল বিডি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নৌকার কাণ্ডারি আপনাদের ফেলে ভারতে চলে গেছেন: মির্জা ফখরুল

জানুয়ারি ২৬, ২০২৬

নির্বাচন উপলক্ষে সশস্ত্র বাহিনীকে প্রধান উপদেষ্টার যে বার্তা

জানুয়ারি ২৬, ২০২৬
ছবি: কানাডার প্রতিনিধি

টরেন্টোতে প্রচন্ড তুষার ঝড়ে জনজীবন বিপর্যস্ত 

জানুয়ারি ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT