রোহিঙ্গা সংকট সমাধানে সম্মিলিত প্রচেষ্টা আরও বহুগুণ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

গত ছয় বছরে বাস্তুচ্যুত একজন রোহিঙ্গাও নিজ দেশে ফেরত না যাওয়ায় হতাশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় এদিক থেকে ক্রমাগত তাদের দৃষ্টি সরিয়ে নিচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের উচ্চ পর্যায়ের দুটি সাইড লাইন বৈঠকে অংশ নিয়ে, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাঁচটি ক্ষেত্রে সহায়তা বাড়ানোর জন্য আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন