এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্রথমবার ইউরো খেলতে আসা জর্জিয়াকে উড়িয়ে কোয়ার্টারের টিকিট কেটেছে স্পেন। ম্যাচে শুরুটা ভালো ছিল না সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। নিজেদের জালে বল পাঠিয়ে জর্জিয়াকে এগিয়ে দিলে পরে স্পেনকে সমতায় ফেরান রদ্রি। চাপ সামাল দিয়ে দলকে বড় জয় এনে দিতে অনুপ্রাণিত করেছেন ২৮ বর্ষী মিডফিল্ডার, যাকে একটি কম্পিউটারের সঙ্গে তুলনা করেছেন কোচ ডে লা ফুয়েন্তে।
জার্মানির রাইন এনার্জি স্টেডিয়ামে রোববার রাতে জর্জিয়াকে ৪-১তে হারিয়েছে স্পেন। গোল চারটি করেন রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, নিকো উইলিয়ামস ও দানি ওলমো। জর্জিয়ার একমাত্র গোলটি এসেছে স্পেনের ভুলে। যেটি করেন স্পেনের রবিন লে নরম্যান্ড। শেষ আটে স্পেন প্রতিপক্ষ পেয়েছে স্বাগতিক জার্মানিকে।
গ্রুপপর্বে তিন ম্যাচে কোনো গোল না খাওয়া স্পেনের নকআউট পর্বে শুরুটা হল নিজেদের জালের বল পাঠিয়ে। ওই গোলই শেষ, এরপরে আর জর্জিয়াকে খুব একটা সুযোগ দেয়নি স্পেন। উইলিয়ামসের থেকে বল পেয়ে ৩৯ মিনিটে সমতা ফেরান রদ্রি।
পিছিয়ে পড়া ম্যাচে নিজদের নতুন করে খুঁজে পাওয়া সম্পর্কে কোচ ডে লা ফুয়েন্তে বলেছেন, ‘শুরুতেই ওরকম গোল হলে, সেখান থেকে ফেরা খুব কঠিন। পুরো দলের স্নায়ুচাপ বেড়ে যায়। সময়টাতে আমাদের কিছু কঠিন মুহূর্ত গেছে। কিন্তু আমরা এসব নিয়ন্ত্রণ করে লড়াইয়ে ফিরেছি। খেলোয়াড়রা ম্যাচে দুর্দান্ত মনোযোগ দিয়েছে। প্রথমার্ধে শান্ত থাকলেও ম্যাচ নিয়ে কোনো উদ্বেগ ছিল না। কারণ দল জানত, তাদের কী দরকার ছিল।’
‘এছাড়া দলে রয়েছে রদ্রি। সে একটি কম্পিউটার, তার খেলার ধরন অন্যদের খেলতে বাধ্য করে। ম্যাচে সে কঠিন মুহূর্তগুলো নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে। যা অন্যদের দারুণভাবে অনুপ্রাণিত করে এবং দলকে সাহায্য করে।’








