এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমে মৌসুম শেষ হওয়ার শঙ্কায় পড়েছেন মিডফিল্ডার রদ্রি। আর্সেনালের বিপক্ষে শেষ মিনিটের ড্র ম্যাচে ২১ মিনিটে বদলি করতে হয় তাকে। পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যায় ডান হাঁটুর লিগামেন্টের সমস্যায় ভুগছেন তারকা।
সোমবার পরীক্ষা করার পর জানা যায় স্পেনের ইউরোজয়ী মিডফিল্ডার অ্যান্টেরিওর ক্রুশেয়েট লিগামেন্টে চোটে পড়েছেন। তার বার্সেলোনায় অস্ত্রোপচার করা লাগতে পারে। যেজন্য পুরো মৌসুম শেষ হয়ে যেতে পারে।
ইতিহাদের ম্যাচে খেলার শেষ মিনিটে সিটিকে কোনরকম পরাজয়ের হাত থেকে বাঁচান জন স্টোনস। ড্রয়ের পর মৌসুমে পাঁচ ম্যাচ খেলে এখনও শীর্ষেই রয়েছে ম্যানচেস্টার সিটি। পয়েন্ট ১৩।








