এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে মুখোশধারী সশস্ত্র ডাকাতদের হামলায় যাত্রীবাহী গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রের মুখে তিন যাত্রীকে অপহরণ করে পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৬ জুন) সকাল ৭টার দিকে সড়কটির হিমছড়ি ঢালায় এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনা সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
অপহৃতরা হলেন, রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের গুইন্যাপাড়া এলাকার শাহজাহানের ছেলে মো. শাহেদ (১৮) এবং ফাতেমার ঘোনার আলমের ছেলে আমির সোলতান। তারা পেশায় মাছ ব্যবসায়ী। অপর অপহৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় নুর আহমদ মান্নান জানান, যাত্রীবাহী দুটি সিএনজি ও একটি মাছবাহী গাড়ি হিমছড়ি ঢালায় পৌঁছালে মুখোশধারী সশস্ত্র ডাকাতরা রাস্তায় গাছ ফেলে যানবাহন আটকে দেয়। এসময় একটি সিএনজি পালিয়ে যায়। এরপর অন্য দুই গাড়ির যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোনসহ সর্বস্ব লুট করে তারা। পরে তিনজন যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে যায়।








