এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় ট্রাফিক পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের বিরোধের জেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পরিবহন শ্রমিকরা। আজ প্রায় ২ ঘণ্টা পর এই অবরোধ প্রত্যাহার করায় যান চলাচাল স্বাভাবিক হয়েছে।
আজ (২৩ অক্টোবর) বৃহস্পতিবার সকালে এ ঘটনায় মহাখালী, বনানী ও তেজগাঁও এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়, ফলে ভোগান্তিতে পড়েছিলেন সাধারণ যাত্রীরা। অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল ধীরগতি থাকলেও তা স্বাভাবিক হয়ে উঠছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তায় গাড়ি রাখাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সঙ্গে শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে শ্রমিকরা একত্রিত হয়ে সড়ক অবরোধ করেন।
চোখে দেখা গেছে, সকাল থেকেই মহাখালী রেলগেট থেকে নাবিস্কো পর্যন্ত রাস্তাজুড়ে শ্রমিকরা তাদের বাস ও কোচ দুই পাশে দাঁড় করিয়ে রাখেন। এতে ওই এলাকায় সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অবরোধ চলায় আশপাশের সড়কগুলোতেও দীর্ঘ যানজট ছড়িয়ে পড়েছে।
এসময় অফিসগামী লোকজন, স্কুলের শিক্ষার্থী ও যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েন। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।








