
কুষ্টিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিন কৃষকসহ চারজন। আহত হয়েছেন অন্তত ১২জন। হতাহতদের কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে নেয়া হয়েছে।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ি আ লিক সড়কের আলাউদ্দিন নগর এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জনসহ অন্ততপক্ষে ৯ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়।
নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাফ্ফার, ইন্তা সরদার ও সানু। তারা ইঞ্জিনচালিত নছিমন যোগে কুমারখলীর উদ্দেশ্যে পেঁয়াজ কিনতে যাচ্ছিলেন। কুমারখালীর আলাউদ্দিন নগর নামক স্থানে ইঞ্জিনচালিত নসিমন ও ভ্যানের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে নছিমন ও ভ্যান দুমড়ে মুছড়ে যায় এবং ট্রাকটি উল্টে যায় পার্শ্ববর্তী খাদে। এতে ওই নছিমনে থাকা তিন কৃষক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ৯জন।

অপরদিকে ভোরের দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারমাইল নামক স্থানে এমদাদ নামে একজন নিহত হন। তার বাড়ি নওগা জেলার সাপাহার এলাকায়। এঘটনায় ৩জন আহত হয়েছেন বলেও জানা গেছে। তাদেরকে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে নেয়া হয়।
কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী আলাদা সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন