এই খবরটি পডকাস্টে শুনুনঃ
টানা দ্বিতীয় আসরে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। আসরের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা।
ফাইনালে দ্বিতীয়ার্ধে প্রথমে এগিয়ে যাওয়া বাংলাদেশের সাথে সমতায় ফিরেছিল নেপাল। ৮১ মিনিটে দারুণ চমক দেখান ঋতুপর্ণা চাকমা। শিউলি আজমের থ্রোতে বল পেয়ে লেফট উইং থেকে দূরপাল্লার শট নেন ঋতুপর্ণা। বাংলাদেশ ফরোয়ার্ডের শট বুঝতেই পারেননি নেপাল গোলরক্ষক আনজিলা সুব্বা। দর্শনীয় গোল আসে।
ঋতুপর্ণার ওই গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। নেপালের পুরো স্টেডিয়ামকে নিস্তব্ধ করে দেন ঋতুপর্ণা, ২-১ গোলের জয় পায় বাংলাদেশ। ফাইনালে তার এমন দুর্দান্ত গোল, টুর্নামেন্টজুড়ে উজ্জ্বলতা ছড়ানো, যা আসরসেরা খেলোয়াড় করেছে তাকে।








