ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক। রাজা তৃতীয় চার্লসের সাথে আনুষ্ঠানিক সাক্ষাতের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দেন ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিবিদ। নিজ দলের কিছু সিদ্ধান্তকে প্রশ্নের মুখে ফেলে সুনাক বলেছেন, যুক্তরাজ্য গভীর অর্থনৈতিক সঙ্কটে রয়েছে; একে মেরামতের দায়িত্ব তিনি নিজের কাঁধে নিয়েছেন। কাজ দিয়েই মানুষের বিশ্বাস অর্জনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।