চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আসছে বক্স অফিস কাঁপানো ‘কানতারা’র প্রিকুয়েল

ভারতের কন্নড় ভাষার সিনেমা ‘কানতারা’-এর প্রিকুয়েল ‘কানতারা টু’ আসছে। মুক্তি পাবে ২০২৪ সালে। খবরটি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা ঋষভ শেঠি।

কর্ণাটকের সর্বকালের সবচেয়ে বেশি আয়কারী সিনেমা ‘কানতারা’। সম্প্রতি এই ছবি মুক্তির ১০০ দিন উদযাপন উপলক্ষে এক ইভেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই ছবির প্রিকুয়েলের খবর জানিয়েছেন নির্মাতা।

ঋষভ শেঠি বলেন, ‘কানতারায় দর্শক যা দেখেছেন তা আসলে দ্বিতীয় পর্ব। ‘কানতারা ২’ হবে ছবির প্রিকুয়েল, আসল গল্প থাকবে সেখানে।’ নির্মাতা জানিয়েছেন ছবির স্ক্রিপ্ট লেখা শেষ।

নির্মাতা আরও বলেন, ‘দর্শকদের ধন্যবাদ কানতারাকে ভালোবেসে সমর্থন করার জন্য। সৃষ্টিকর্তার আশীর্বাদে সিনেমাটি সফলভাবে ১০০ দিন ধরে চলছে।’

১৬ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘কানতারা’ সিনেমাটি বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি আয় করেছে। ‘কানতারা’ শুধুমাত্র কন্নড় ভাষায় মুক্তি পেয়েছিল। পরে মালায়লাম, তামিল, তেলেগু এবং হিন্দি ভাষায় ডাব করা হয়েছিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Labaid
BSH
Bellow Post-Green View