এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে এবং সালাউদ্দিন আম্মার সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার ১৭ অক্টোবর ভোর সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।
ঘোষিত ফলে দেখা যায়, ভিপি পদে ছাত্রশিবিরের মোস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৮৮৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ নূর উদ্দীন আবীর পান ৩ হাজার ৩৯৭ ভোট।
অন্যদিকে, জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের (স্বতন্ত্র) প্রার্থী সালাউদ্দিন আম্মার ১১ হাজার ৫৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৯ ভোট।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় এক হাজার বুথে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে। পুরো নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন।








