চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাবি শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে ‘রণক্ষেত্র’

বাসের ভাড়া নিয়ে হেলপার ও সুপারভাইজারের সাথে তর্কের জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রদের সাথে বিনোদপুর এলাকাবাসীর সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয়েছে। সংঘর্ষের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী সংঘর্ষে শতাধিক আহত হয়েছে। 

শনিবার ১১ মার্চ রাত সাড়ে ৮টায় শুরু হওয়া এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘর্ষের সময় বিনোদপুর গেট সংলগ্ন ও বাজারে কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয় ছাত্ররা।

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন ও উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার তাপু, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান ঘটনাস্থলে পৌঁছেছেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার দুই ঘণ্টা অতিক্রম হয়ে গেলেও প্রথম দিকে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছিল না, পরে রাত ৯টার দিকে পুলিশ কমিশনার মো. আনিসুর রহমানের নির্দেশে পুলিশ অ্যাকশনে যায়।

রাবার বুলেট এবং টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতির নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে পুলিশ।