চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নীলফামারীতে লাল তালিকাভূক্ত কারখানা স্থাপনে এলাকাবাসীর আতঙ্ক

নীলফামারী জেলার সৈয়দপুরের কামারপুকুর কলাবাগান নামক স্থানে শ্যামলী সিমেন্ট সীট মিলস্ লিঃ নামে একটি সিমেন্ট সীট উৎপাদনকারী কারখানা স্থাপিত হয়েছে। কারখানাটি পরিবেশের বিধিনিষেধ উপেক্ষা করে লাল তালিকা হওয়া সত্বেও পুরোপুরি একটি আবাসিক এলাকায় স্থাপিত হয়েছে।

বিশ্বের আর কোন দেশে লাল তালিকাভূক্ত কারখানা আবাসিক এলাকায় স্থাপনের নজির নাই। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে তারা অসম্মতি প্রকাশ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তর কর্তৃপক্ষ জানান, পরিবেশ ছাড়পত্র ছাড়া মিল চালানো হচ্ছে। কারখানার মালিক পক্ষ এতই প্রভাবশালী যে, কোন প্রকার নিয়মকানুনের তোয়াক্কা না করে হাজার হাজার এলাকাবাসির জীবনের হুমকি হয়ে দাঁড়াচ্ছেন। সেই আবাসিক এলাকার বাসিন্দারা কারখানার মালিক কর্তৃপক্ষের কাছে জিম্মি হয়ে পড়েছে।

এ বিষয়ে এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, পরিবেশ আইন অনুযায়ী লাল তালিকাভূক্ত কারখানা শ্যামলী সিমেন্ট সীট মিলস্ লিঃ বন্ধ করে অতিসত্বর আবাসিক এলাকা হতে অন্যত্র স্থানান্তর করা অত্যন্ত জরুরি। অন্যথায় কারখানাটির কারণে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটতে পারে।

সিমেন্ট সীট এসোসিয়েশনের প্রেসিডেন্ট এর সাথে উক্ত বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান , লাল তালিকাভুক্ত কারখানা আবাসিক এলাকায় স্থাপন করা হয়েছে, বিধায় উহা অবৈধ স্থাপনা হিসেবে গণ্য হওয়ায় শ্যামলী সিমেন্ট সীট মিলস্ লিঃ কে সিমেন্ট সীট এসোসিয়েশন এর সদস্য করা হয়নি।

আতঙ্কগ্রস্থ এলাকাবাসী উক্ত বিষয়ে সংশ্লিষ্ট সরকারী কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।