
নিউইয়র্কের নয় জন জুরি লেখক ই জিন ক্যারলের বিরুদ্ধে যৌন নির্যাতন ও মানহানির জন্য ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন। বিষয়টি নিয়ে বিবিসির কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গত নির্বাচনে ট্রাম্পকে সমর্থন প্রদানকারী রিপাবলিকান নারীরা।
বিবিসির তথ্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মামলার বিষয়ে কয়েকজন রিপাবলিকান নারীর প্রতিক্রিয়া তুলে ধরা হলো,
মার্জ রায়ান
কানসাসের রিপাবলিকান নারী প্রার্থী মার্জ রায়ান জানান, নির্বাচিত হলে ট্রাম্পকে আবার ভোট দেবেন তিনি। তবে তিনি উদ্বিগ্ন, কারণ এই রায় সাধারণ নির্বাচনকে দুর্বল করে তুলবে।

ক্যাথলিন ম্যাকক্লেলান
দেওয়ানী আদালতে দায়ের করা মামলার বিষয়ে লুসিয়ানার প্রার্থী ক্যাথলিন বলেন, “আমি জানি ফৌজদারি আদালতের যেকোনো মামলায় কঠিন প্রমাণ পেশ করতে হয়। তাই যে কেউ দেওয়ানী আদালতে যেকোন কিছু নিয়ে মামলা করতে পারে। যদি এই মহিলার বর্ণনা অনুযায়ী আমাকে আক্রমণ করা হত তাহলে আমি পুলিশের কাছে যেতাম, যদিও আমি তাকে সন্দেহ করছি না।
শেরি স্ট্রেন
সাবেক রিপাবলিকান এবং বর্তমানে ক্যালিফোর্নিয়ার স্বতন্ত্র প্রার্থী শেরি ২০২০ সালে নির্বাচনী জালিয়াতির অভিযোগে অভিযুক্ত ট্রাম্পকে দুবার ভোট দিয়েছিলেন। তিনি বলেন, আমি মনে করি না দুর্ভাগ্যবশত এই রায়ের কারণে কেউ থেমে থাকবে।
এটা কি নৃশংস?
হ্যাঁ।
আমি কি বিশ্বাস করি সে এরকম কিছু করেছে?
হ্যাঁ।
এই পরিস্থিতি কারো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়া উচিত?
না, আমি মনে করি না তাদের উচিত।
ক্রিস্টাল মায়ার্স
ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান প্রার্থী ক্রিস্টাল সাবেক রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, আজ এই রায় দেখে আমি দুঃখিত। ট্রাম্প বলেছেন যে, তিনি এই মহিলাকে চেনেন না। আমি বিশ্বাস করি না যে ডোনাল্ড ট্রাম্প কখনও এরকম কিছু করবেন এবং আমি শতভাগ তার পক্ষে। ট্রাম্প বলেছেন, তিনি এ বিষয়ে আপিল করবেন।