খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। আজ জোহরের নামাজের পর এফডিসিতে এবং দুপুর ২টায় চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।







