শহীদজায়া বরেণ্য সাহিত্যিক, মুক্তিযোদ্ধা, নারীনেত্রী বেগম মুশতারী শফীকে হারানোর এক বছর পূর্ণ হলো মঙ্গলবার (২০ ডিসেম্বর)। গেল বছরের এই দিনে তিনি প্রয়াত হন।
তার প্রথম প্রয়াণ দিবসে পারিবারিক উদ্যোগে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চট্টগ্রামে। সেই সঙ্গে চট্টগ্রাম উদীচী শিল্পীগোষ্ঠীও ‘স্বাধীনতা আমার রক্তঝরা দিন’ এর এই লেখিকাকে নিয়ে স্মরণ অনুষ্ঠান করছে।
চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন বেগম মুশতারী শফীর কন্যা রুমানা শফী।
মুশতারী শফী ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক একাধিক গ্রন্থ রচনা করেছেন। এরমধ্যে ‘স্বাধীনতা আমার রক্তঝরা দিন’ ছাড়াও বিশেষ উল্লেখযোগ্য ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী’, ‘চিঠি, জাহানারা ইমামকে’।

এছাড়াও প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনি, কিশোর গল্পগ্রন্থ, স্মৃতিচারণমূলক গ্রন্থও রয়েছে তারা।
৬০ দশকে মুশতারী শফী চট্টগ্রামে ‘বান্ধবী সংঘ’ নামে নারীদের একটি সংগঠন প্রতিষ্ঠার পাশাপাশি তিনি ‘বান্ধবী’ নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এবং ‘মেয়েদের প্রেস’ নামে একটি ছাপাখানা চালু করেন।
শহীদজায়া ও শহীদভগ্নি বেগম মুশতারী শফী চট্টগ্রাম উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ছিলেন। তিনি একাধারে সাহিত্যিক, সম্পাদক, বেতার ব্যক্তিত্ব, উদ্যোক্তা, নারীনেত্রী, সমাজ সংগঠক এবং সর্বোপরি সাহসী মুক্তিযোদ্ধা।
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তার স্বামী ডা. মোহাম্মদ শফী ও তার বিশ্ববিদ্যালয়-পড়ুয়া ছোটভাই এহসান শহীদ হন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা রাখায় ২০১৬ সালে মুশতারী শফীকে ‘ফেলোশিপ’ প্রদান করে বাংলা একাডেমি। ২০২০ সালে ‘রোকেয়া পদক’ এ ভূষিত হন তিনি।